7649

03/13/2025 ক্যাটরিনার বিয়ের দাওয়াত পাননি তার দুই প্রাক্তন!

ক্যাটরিনার বিয়ের দাওয়াত পাননি তার দুই প্রাক্তন!

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২১ ০৯:১৫

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

বিয়ের বাদ্য বাজতে চলেছে অবশেষে। বলিউডে দুই দুইজন নায়কের সঙ্গে প্রেম করে ব্যর্থ হলেও তৃতীয়বারে সংসারের নৌকা কূল পেতে যাচ্ছে ক্যাটরিনা কাইফের। ভিকি কৌশলের সঙ্গে প্রেম পরিণতি পাচ্ছে।

এরইমধ্যে শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটরিনার বিয়ের তোড়জোড়। রাজস্থানে পৌঁছে গেছে বিয়ের লোকজন। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে দুই তারকার।

শোনা যাচ্ছে, ‘ভিক্যাট’-এর এই বিশেষ দিনের সাক্ষী থাকবেন বলিউড তারকারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য মতে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

তবে তালিকায় পাওয়া যায়নি ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরের নাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]