7650

04/01/2025 শিগগির মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে: বস্ত্রমন্ত্রী

শিগগির মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে: বস্ত্রমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২১ ১০:০২

শিগগির দেশেই মসলিন কাপড়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।

শনিবার (১৩ নভেম্বর) রাতে রূপগঞ্জের তারাবোতে ঢাকাই মসলিন হাউস পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বস্ত্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ তাঁত বোর্ড মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিয়েছে। মসলিন উৎপাদনের প্রযুক্তি পুনরুদ্ধার করে তা তৈরি করা সম্ভব হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে মসলিন শাড়ি দেখানো হয়েছে। ব্রিটিশ জাদুঘরে যে মসলিন শাড়িটি পাওয়া গেছে, সেটা ৫০০ কাউন্ট সুতার। এখন ৭০০ কাউন্ট সুতা দিয়ে মসলিন শাড়ি তৈরি করা হচ্ছে। এটা কিভাবে আরও উন্নত করা যায়, সরকার সে প্রচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘দ্রুত আমরা মসলিনের বাণিজ্যিক উৎপাদনে যেতে পারব। বিশ্ববাজারে যেতে আমাদের আর বেশি সময় লাগবে না। বাণিজ্যিক উৎপাদনে যেতে একটু সময় লাগে, তবে সেটা কঠিন নয়। আমাদের কোয়ালিটি ধরে রাখতে হবে। এছাড়া, মসলিন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। জনগণের কাছে যদি মসলিনকে পৌঁছে দিতে পারি, সেটাই হবে বড় সফলতা। তাই, আমরা প্রথমে শাড়ি নিয়ে কাজ করব এবং রপ্তানি করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যাপক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস খুঁজে বের করা, ফুটি কার্পাসের চাষাবাদ, সুতা উৎপাদন এবং কারিগরদের দক্ষতা উন্নয়ন করে উন্নতমানের মসলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। মসলিনের ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]