7675

04/24/2024 আজ থেকে আকাশপথে ভারতের পর্যটন ভিসা চালু

আজ থেকে আকাশপথে ভারতের পর্যটন ভিসা চালু

কূটনৈতিক প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২১ ২১:৪৬

১৫ অক্টোবর থেকে ভারত সরকার বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। তবে পর্যটকদের শুধু চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তারা আজ সোমবার (১৫ নভেম্বর) থেকে সুযোগ পাবেন।

১২০ দিনের জন্য ভিসা দেওয়া হবে। পর্যটকরা এক ভ্রমণে ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর আগে এক অনুষ্ঠানে বলেন, ‘এখনও করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব স্বাভাবিক হলে ভ্রমণ আরও সহজ হবে।’

প্রসঙ্গত, মহামারির করোনাভাইরাসের কারণে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত ছিলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]