দীর্ঘদিন প্রেমের পর গতকাল বাগদান সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও প্রেমিকা অভিনেত্রী পত্রলেখা। বিয়ের তথ্য গোপন রাখলেও বাগদানের একটি ভিডিও ফাঁস হয়। এবার ফাঁস হলো এই জুটির বিয়ের কার্ড। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টুইটারে একটি ফ্যান পেজ থেকে ছড়িয়ে পড়েছে বিয়ের কার্ডটি। ইন্ডিগো রঙের বিয়ের কার্ডে লেখা-‘রাও পরিবার এবং পাল পরিবার আমন্ত্রণ জানাচ্ছে পত্রলেখা (অজিত পাল এবং পাপরি পালের মেয়ে) সঙ্গে রাজকুমারের (কমলেশ যাদব এবং সত্যপ্রকাশ যাদবের ছেলে) বিয়ে। সোমবার ১৫ নভেম্বর, ওয়বেরয় সুখবিলাস, চণ্ডীগড়।’
শনিবার (১৪ নভেম্বর) নিউ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে রাজকুমার ও পত্রলেখার বাগদান সম্পন্ন হয়। হবু বর কনের বাগদানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। এতে দেখা যায়, হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দিচ্ছেন রাজকুমার। তাদের দু’জনের পরনে সাদা রঙের পোশাক।