7703

03/14/2025 ডিসেম্বরে মুক্তি পাবে চঞ্চলের ‘বলি’

ডিসেম্বরে মুক্তি পাবে চঞ্চলের ‘বলি’

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর ২০২১ ০৫:২৭

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার দুর্দান্ত অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে।

এমনকি ধীরে ধীরে জনপ্রিয় হওয়া ওয়েব মাধ্যমেও যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই গুণী অভিনেতা। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন চঞ্চল। সিরিজটির নাম ‘বলি’।

হইচই প্ল্যাটফরমে এ সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি হইচই তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে সিরিজটির অফিসিয়াল পোস্টার। ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে জানানো হয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিরিজটি দেখা যাবে ডিসেম্বরে।

তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। পোস্টারে চঞ্চলকে একেবারে ভিন্ন এক লুকে দেখা গেছে। সিরিজে চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, সাফা কবির, সোহানা সাবা।

এই ওয়েব সিরিজটি নিয়ে বেশ আশাবাদী চঞ্চল। তিনি বলেন, ‘বলি’ টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ দেখতে পারবেন বলে আশা করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]