7708

04/04/2025 বাবাকে হারালেন রচনা ব্যানার্জি

বাবাকে হারালেন রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর ২০২১ ০৯:২৮

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বার্ধক্যজনিত কারণে সোমবার (১৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রবীন্দ্রনাথ। রোববার (১৪ নভেম্বর) রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হলো না। গতকালই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে আকস্মিক এই ঘটনা সব বদলে দেয়। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]