7715

03/14/2025 ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, নিহত ১

ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২১ ২৩:১৮

ভারী বৃষ্টি ও ঝড়ের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একাধিক এলাকা। এরই মধ্যে ভূমিধসে ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) কানাডার ফেডারেল পুলিশ জানিয়েছে, সড়কের মাটি ধসে ১ নারীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, এখনও নিখোঁজ রয়েছেন ২জন।

ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী ভ্যাঙ্কুভার। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়।

ভ্যাঙ্কুভার বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে কানাডার বড় দুটি কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল ও কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]