7717

04/04/2025 সিসিইউতে মির্জা আব্বাস

সিসিইউতে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২১ ০১:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।’

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় রাতেই মির্জা আব্বাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]