7752

04/02/2025 খিলগাঁওয়ের অলিভার্স রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

খিলগাঁওয়ের অলিভার্স রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২১ ২১:১৬

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতসহ আরও কিছু অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ে অলিভার্স রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ খাদ্যের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে ওই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক, পেস্ট কন্ট্রোল ম্যাকানিজম ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। পরিবেশ নোংরা এবং অস্বাস্থ্যকর।

এ সকল অপরাধে অলিভার্স রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে রেস্টুরেন্টটির জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকারপূর্বক অর্থদণ্ড দিতে চান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]