সম্প্রতি বিবাহ জীবনের ইতি টানলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। তবে ব্যক্তিগত জীবনের সমস্যার দিকে না তাকিয়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই অভিনেতা। এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানি শংকরকে।
অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের শুটিং আগামী বছর শুরুর কথা রয়েছে। প্রিয়া এতে নাগার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন। প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা।
জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিরিজটি ভৌতিক ঘরানার হবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।