ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ৮ দালালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কোতয়ালী থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গিয়ে জোর করে টাকা আদায় করতো আটককৃতরা। তাছাড়া রোগীদের চিকিৎসাপত্র নিয়ে ওষুধ কিনে দেওয়ার কথা বলে বেশি দাম রাখার অভিযোগ আছে আটককৃত দালালদের বিরুদ্ধে। রোগী বা তাদের স্বজনরা টাকা দিতে না চাইলে তারা নানাভাবে হুমকি দিতো।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করে। এ চক্রের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।