7789

04/03/2025 টাঙ্গাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

টাঙ্গাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

টাঙ্গাইল থেকে

২২ নভেম্বর ২০২১ ০১:১২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে শনিবার (২০ নভেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে মিনারা নামে এক গৃহবধূ খুন হয়েছে।

ঘটনার পর স্বামী আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিষয়টি ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করি। তিনি প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]