7794

04/04/2025 মেক্সিকো সীমান্তে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

মেক্সিকো সীমান্তে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২১ ০৫:০৪

মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে স্থানীয় সময় শনিবার দুটি ট্রলারযোগে যাওয়া ৩৭ বাংলাদেশিসহ ১২টি দেশ থেকে যাওয়া ছয়শ'র মতো অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম)। তাদের অধিকাংশই প্রতিবেশী গুয়েতমালার।

আইএনএম জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ। তারা মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ভেরাক্রুজ যেতে চাইছিলেন। তাদের মধ্যে ৪০১ জন গুয়েতমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিক প্রজাতন্ত্রের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভেদরের, চারজন ভেনেজুয়েলার, চারজন ইকুয়েডরের এবং ৮জন কিউবার। কিছু আফ্রিকার লোক রয়েছে এবং ১ জন ভারতের, ৬ জন ঘানার এবং ১ জন ক্যামেরুনের।

টোনাটিউহ হার্নান্দেজ, স্থানীয় মানবাধিকার কমিশনের এক কর্মকর্তা জানান, ট্রলারের মধ্যে দুটি ট্রাকে ঠাসাঠাসি করে বসেছিলেন তারা। সেখানে নবজাতক ও অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তাদের মধ্যে অনেকেই অসুস্থ।

এসব অভিবাসনপ্রত্যাশীকে মেক্সিকো আটক করতে পারে অথবা বৈধভাবে মেক্সিকোতে বসবাসের সুযোগ দিতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]