7813

03/15/2025 বাগদানের গুঞ্জন নিয়ে কড়া জবাব দিলেন প্রভা

বাগদানের গুঞ্জন নিয়ে কড়া জবাব দিলেন প্রভা

বিনোদন প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২১ ০৪:৩৬

সম্প্রতি মিডিয়া পাড়ায় গুঞ্জন উড়ছে যে বাগদান সেরেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহন প্রভা। এ নিয়ে জোর জল্পনা চলছে শোবিজ অঙ্গনে।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। প্রভা বলেন, ‘জীবন এমন কাউকে এখনো খুঁজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদমাধ্যম আমরা বাগদানের সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকাশ করে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না।’

প্রসঙ্গত, ২০১০ সালের ১৯ আগস্ট ভালোবেসে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ২০১২ সালে মাহমুদ শান্ত নামে এক যুবকের সঙ্গে ঘর বাঁধেন প্রভা। ২০১৪ সালে এ সংসারও ভেঙে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]