7819

03/14/2025 চোট পেয়ে হাসপাতালে তাসকিন

চোট পেয়ে হাসপাতালে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২১ ০৯:৪০

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের উপরের অংশে বলের আঘাত পেয়েছেন তাসকিন আহমেদ।

জানা গেছে তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। সে কারণে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাসকিনকে এভারকেয়ার হাসপাতালের নেওয়া হয়। দল তখনও ড্রেসিংরুমে অবস্থান করছিল।

তাসকিনের ইনজুরির বিষয়ে ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসক দেখবেন, সেলাই লাগতে পারে।’

তাসকিন কি তাহলে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না? ডাক্তার বলেন, ‘২৬ তারিখ টেস্ট খেলবে কি না এখনো বোঝা যাচ্ছে না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]