কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন স্থান থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে অস্ত্র-গুলি, ককটেল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। পরে বেলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে পড়ে থাকা ৩ টি স্কুলব্যাগ তল্লাশি করে ২টি এলজি, ১টি পাইপগান, ১২ রাউন্ড গুলি, ৮টি ককটেল, ২টি কালো পোশাক উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে কাউন্সিল সোহেল হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। তবে বিষয়টি এখনি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানানো হবে।