7840

03/14/2025 গাজীপুরের গ্রিনভিউ রিসোর্টে মিললো ৪ মায়া হরিণ

গাজীপুরের গ্রিনভিউ রিসোর্টে মিললো ৪ মায়া হরিণ

গাজীপুর থেকে

২৪ নভেম্বর ২০২১ ২২:৩০

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রিনভিউ গলফ রিসোর্টে অভিযান চালিয়ে ৪টি মায়া হরিণসহ ৫৬টি চিত্রা হরিণের শিং জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ ইউনিট।

মঙ্গলবার দুপুরে ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ইউনিট এবং ঢাকা বন বিভাগ যৌথভাবে ওই অভিযান চালায়।

পরে রিসোর্টের মালিক ফকির মনিরুজ্জামান বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সম্পর্কে অবগত হওয়া পর বন্যপ্রাণীগুলো স্বেচ্ছায় বন বিভাগের কাছে হস্তান্তর করেন এবং তার এই রিসোর্টকে ভবিষ্যতে দেশীয় বন্যপ্রাণীমুক্ত রাখার অঙ্গীকার করেন।

এরপর উদ্ধারকৃত মায়া হরিণ ৪টি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন বলেন, পর্যায়ক্রমে সারাদেশে এ ধরণের রিসোর্টে অভিযান চলছে। যারা বন্যপ্রাণী অবৈধভাবে আটক রেখে প্রদর্শন করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জুনিয়র ওয়াইন্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম, বন কর্মকর্তা হাসান আল তারেক, ঢাকা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]