7898

04/12/2025 চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন নেভানোর পর ফায়ার কর্মীর মৃত্যু

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন নেভানোর পর ফায়ার কর্মীর মৃত্যু

চট্টগ্রাম থেকে

২৭ নভেম্বর ২০২১ ০৭:৩১

চট্টগ্রামের সাগরিকা এলাকার স্টেডিয়ামের পাশে অবস্থিত কেমিক‌্যাল কারখানার আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মোহাম্মদ মিলন মিঞা (৪০) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে দিকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকালে সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় আগুন নেভানোর কাজে অংশ নেন মিলন মিয়া। এর পরপরই মিলন বুকে ব্যাথা অনুভব করে। তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]