7914

03/14/2025 ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় শিক্ষার্থীদের অবরোধ

ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২১ ০২:০৯

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে ৩য় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে রাজধানীর আসাদগেট ও ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এছাড়া উত্তরা হাউস বিল্ডিং এলাকাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, ধানমণ্ডি বয়েজ স্কুলের শিক্ষার্থীরা ধানমণ্ডি ২৭ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]