7922

03/13/2025 শেরপুরে বাড়ির উঠানে গাঁজা চাষ, গ্রেফতার ১

শেরপুরে বাড়ির উঠানে গাঁজা চাষ, গ্রেফতার ১

বগুড়া থেকে

২৮ নভেম্বর ২০২১ ০৯:০৮

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিমলা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে গাঁজা চাষ করার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আব্দুর রাজ্জাক একজন মাদককারবারি। তিনি নিজেও বিভিন্ন মাদক সেবন করেন। অধিক লাভের আশায় বাড়ির উঠানের একপাশে টিনের বেড়া দিয়ে অবৈধভাবে গাঁজা চাষ করছিলেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে ছোট-বড় ২০টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদককারবারি আব্দুর রাজ্জাকের বাড়িতে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় গাঁজার গাছসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]