7925

03/15/2025 অস্ত্রসহ মোটরসাইকেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার

অস্ত্রসহ মোটরসাইকেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী থেকে

২৮ নভেম্বর ২০২১ ২১:৫১

নোয়াখালীর চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রাম থেকে শনিবার বিকেলে অস্ত্রসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্য ফুয়াদ হোসেন সৈকত ও মামুন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ ১৪টি মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১ টি এলজি, শর্টগানের অব্যবহৃত ২ টি কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি চাপাতি, ২ টি চাকু, চোরাই কাজে ব্যবহৃত ২টি স্ক্রু ড্রাইভার, ৩টি বিভিন্ন সাইজের প্লাস, ১টি ড্রিল মেশিন ও ২ টি ড্রিল মেশিনের স্ক্রু উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ফুয়াদ হোসেন সৈকত মোটরসাইকেল চোরাই চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী মামুন হোসেনের বিরুদ্ধেও নয়টি মামলা চলমান রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]