7926

04/03/2025 নোয়াখালীতে তিন মাইক্রোসহ আটক ২৫

নোয়াখালীতে তিন মাইক্রোসহ আটক ২৫

নোয়াখালী থেকে

২৮ নভেম্বর ২০২১ ২২:১৪

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে শনিবার রাতে তিনটি মাইক্রোবাসসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেনবাগ পৌরসভা ও ৫ টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বসানো পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো প্রার্থীর পক্ষে নাশকতার উদ্দেশে তারা একত্রিত হতে চেয়েছিল।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী জানান, আটকদের ‘প্রতিরোধমূলক ব্যবস্থার’ ধারায় নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]