7961

03/13/2025 কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার থেকে

৩০ নভেম্বর ২০২১ ০৭:৪৭

কক্সবাজারের উখিয়ায় রোববার রাতে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও অস্ত্রসহ নুর আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

এসপি নাইমুল হক জানান, রোববার রাত মধুছড়া ক্যাম্পে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে পাইপগান ও কার্তুজসহ আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত নুর আলমকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]