7965

03/14/2025 আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন: আফগান প্রধানমন্ত্রী

আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন: আফগান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২১ ১২:১৮

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেকারত্বের হার ও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

আফগান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর শনিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাসান আখুন্দ উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, তালেবান ক্ষমতা দখলের পরেই কি আফগানিস্তান সংকটে পড়েছে নাকি এগুলো আগে থেকেই ছিল?

আফগান প্রধানমন্ত্রী বলেন, আফগান ইসলামিক আমিরাত কাউকে রিজিকের প্রতিশ্রুতি দেয়নি, আল্লাহই সবার জন্য খাবারের প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন, আমরা তার কাছে প্রার্থনা করি। তিনিই আমাদের সমস্যার সমাধান করবেন। আফগানিস্তানে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক সংকট মার্কিন-সমর্থিত সরকার থাকার সময়েই ছিল। এগুলো তালেবান ক্ষমতা দখলের কারণে তৈরি এমন কথায় আফগানদের প্রভাবিত না হতে অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, পালিয়ে থাকা আগের সরকারের কিছু অংশ এখনো উত্তেজনা তৈরি করছে এবং তালেবান সরকারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। পশ্চিমা মদতপুষ্ট ওই সরকার ‘বিশ্বের সবচেয় দুর্বল শাসন ব্যবস্থা’ ছিল বলেও মন্তব্য করেন বর্তমান আফগান প্রধানমন্ত্রী।

দেশটিতে চলমান দুর্ভিক্ষ আল্লাহর পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, আসুন, সবাই এই পরিস্থিতি থেকে উত্তরণে খোদার কাছে প্রার্থনা করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]