7975

03/13/2025 বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বগুড়া থেকে

১ ডিসেম্বর ২০২১ ০৩:০৯

বগুড়া শহরের খান্দার সিএনডি গোডাউন এলাকার শেহা প্যালেসের সামনে সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মোহন ও তার দুই বন্ধু মটর সাইকেল যোগে খান্দার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছলে কয়েকজন যুবক মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর মোহনকে রাস্তায় ফেলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহন ১২ টায় মৃত্যু মারা গেছে। মোহনের সাথে আহত অবস্থায় আরো দুইজন হাসপাতালে এসেছিলো তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মোহনকে রেখে চলে গেছে। লাশ মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]