8009

03/13/2025 আফ্রিকা থেকে এলে সরাসরি কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

আফ্রিকা থেকে এলে সরাসরি কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর ২০২১ ০৯:০১

করোনার নতুন ভ্যারিয়েশন ‘ওমিক্রন’ সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ থেকে এলে, পাসপোর্ট রেখে সোজা কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে। সেই কোয়ারেন্টাইন থেকে কেউ পালানোর চেষ্টা করলে বা পালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিদেশগামীদের করোনাভাইরাস নমুনা পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে বিদেশ প্রত্যাগতদের উদ্দেশে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এসব যাত্রীদের যাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে পাঠানো হবে, তাদের পাসপোর্ট রেখে দেওয়া হবে। কোনো হোটেল থেকে পালিয়ে গেলে ওই হোটেলকেও জরিমানা করা হবে। অনেক দায়িত্বহীন মানুষ নিজের কথা, দেশের কথা ভাবে না। তারা হোটেল থেকে পালিয়ে যায়, ঘোরাফেরা করে, বাড়িতে চলে যায়। এই বিষয়টা আমরা জেনেছি বলেই এই ব্যাপারে এ বছর কঠোর অবস্থানে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যতদিন কোয়ারেন্টাইন ততদিন আমরা তাদের পাসপোর্ট জমা রাখব। সামরিক বিভাগ, পুলিশ এবং আমাদের স্বাস্থ্য বিভাগও বিষয়টি তদারক করবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]