8010

04/04/2025 ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

৩ ডিসেম্বর ২০২১ ০৯:১৪

মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছে ভারতের কর্নাটক রাজ্যের দু’জন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের এক জন পুরুষ এবং অপরজন নারী। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বছর। যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন তাদের সনাক্তের চেষ্টা চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল টুইটে বলেছেন, ‘এখনও পর্যন্ত ওমিক্রনের যে সব রোগী শনাক্ত হয়েছে তাদের মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনো উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]