8015

03/13/2025 অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মহেশ বাবু

অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক

৩ ডিসেম্বর ২০২১ ২২:৩৯

দীর্ঘদিন ধরে হাঁটুর আঘাতে ভুগছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। এর আগে দুই দফা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। অবশেষে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন এই অভিনেতা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এটি পরিচালনা করছেন পরশুরাম। এতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। এরই মধ্যে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন মহেশ। আপাতত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী মাসে হাঁটুর অস্ত্রোপচার করাবেন তিনি। এরপর টানা ২ মাস বিশ্রামে থাকতে হবে তাকে। অস্ত্রোপচারের পর ফিট হয়ে ‘সরকারু বারি পাতা’ সিনেমার বাকি অংশের শুট করবেন মহেশ বাবু।

প্রসঙ্গত, ২০১৪ সালে আগাড়ু গানের শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান মহেশ। ব্যস্ততার কারণে এতদিন অস্ত্রোপচার করাতে পারেননি। ২০১৭ সালে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা-ও আর হয়ে উঠেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]