8026

03/13/2025 সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাভার থেকে

৪ ডিসেম্বর ২০২১ ০৬:০৭

সাভারের নবীনগর-সাভার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) ৬২ কেজি গাঁজাসহ মো. রিয়াদ আহমেদ পাপ্পু ও মো. রনি মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৬২ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ৬৪০ টাকা ও ২ টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়।

র‌্যাব-৪-সিপিসি-২-এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটককৃত দুই জন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]