8045

03/13/2025 বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৫ ডিসেম্বর ২০২১ ১৯:৫০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৫ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জনের। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৫০ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৯২৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৫৮৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ৫ হাজার ২০৪ জনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]