8046

04/04/2025 ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে নারীসহ দগ্ধ ৪

ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে নারীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ থেকে

৫ ডিসেম্বর ২০২১ ২০:০১

নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে একটি ভবনে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ভবনটির পঞ্চমতলায় ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। এরপর চুলা ধরালে সঙ্গে সঙ্গে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]