8049

03/13/2025 আগামী শনিবার থেকে চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

আগামী শনিবার থেকে চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

চট্টগ্রাম থেকে

৫ ডিসেম্বর ২০২১ ২৩:০৩

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য আগামী শনিবার (১১ ডিসেম্বর) হাফ ভাড়া কার্যকর করা হবে।

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]