8062

03/12/2025 ঢাকা জেলার দিয়াবাড়ি সর্ম্পকে কিছু তথ্য

ঢাকা জেলার দিয়াবাড়ি সর্ম্পকে কিছু তথ্য

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর ২০২১ ০৮:০৭

দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্হিত। খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্হান।

শরৎকালে এর সৌন্দর্য সবকিছু ছাড়িয়ে যায়। কাশফুলের মুগ্ধতা কাউকে আকর্ষিত না করলেও এমন সুন্দর একটি পরিবেশে ছবি তোলার লোভ কেউ সামলাতে পারেনা।

শরৎকালে সবার টাইমলাইন জুড়ে কাশফুল হাতে নিয়ে একটা ছবি থাকবেই। আসলেই কাশফুলের শুভ্রতা সবাইকে মোহিত করে।

দিয়াবাড়িতে আছে একটি বিশাল বটগাছ। এই বটবৃক্ষের নিচে সবসময় সিনেমার শুটিং চলে। দুই পাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিত। ভাগ্যে থাকলে তারকাদের অটোগ্রাফও মিলতে পারে এখানে।

দিয়াবাড়ির কাছেই তুরাগ নদীর একটি শাখা নদী আছে। এটাকে লেকের রূপ দেওয়া হয়েছে। লেকের পাড়েই বানানো হয়েছে একটি নান্দনিক সেতু। সব মিলিয়ে খুবই অপরূপ দৃশ্য।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]