জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মহানগর কমিটির সভাপতি নুর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (০৬, ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর নগরীর শাপলা চত্বর টার্মিনাল রোড হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আফজাল হোসেনের ছেলে নুর হাসান সুমনেরর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী।
দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুপ্তপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, সুমনেরর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দায়ের হওয়া আরও অন্তত ৬-৭টি মামলা রয়েছে।
এদিকে ছাত্রদল নেতাকর্মীদের দাবি, সম্প্রতি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সু-চিকিৎসার দাবিতে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের দিনে পুলিশের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। তাদের অভিযোগ, হয়রানি করতেই সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।