8086

04/02/2025 মুরাদের বিরুদ্ধে ঢাবি ছাত্রলীগ নেতার অভিযোগের তদন্ত শুরু

মুরাদের বিরুদ্ধে ঢাবি ছাত্রলীগ নেতার অভিযোগের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর ২০২১ ০৫:৫২

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের করা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় এই অভিযোগ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করে প্রাথমিকভাবে ‘জিডি’ হিসাবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগটি পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠান হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, সাইবার অপরাধ বিভাগ যদি মামলা করার মত কোনো বিষয় পায় এবং পরামর্শ দেয়, সেক্ষেত্রে শাহবাগ থানায় নিয়মিত মামলা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]