8090

04/03/2025 বুস্টার ডোজ নিয়েও ককরোনায় সংক্রমিত জাতিসংঘ মহাসচিব

বুস্টার ডোজ নিয়েও ককরোনায় সংক্রমিত জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

৯ ডিসেম্বর ২০২১ ২১:০৬

করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনায় সংক্রমিত হয়েছেন। আগামী কয়েকদিন তিনি আইসোলেশনে থাকবেন। যে কারণে ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল করেছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]