81

03/13/2025 বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গানবাংলা চ্যানেলের বিশেষ উদ্যোগ

বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে গানবাংলা চ্যানেলের বিশেষ উদ্যোগ

বিনোদন ডেস্ক

১৭ মার্চ ২০২০ ২০:০৭

আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি। আর এই উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গানের চ্যানেল গানবাংলা টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক দিনটি তাকে উৎসর্গ করছে চ্যানেলটি। দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানা গানসহ দেশাত্মবোধক অসংখ্য গান।

বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই দিনটিতে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান প্রচারের স্বার্থে সব ধরনের বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকবে চ্যানেলটি বলে জানিয়েছে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।

জানতে চাইলে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদযাপন করতে চাই। এ লক্ষ্যে দিনভর দেশের গান বাজবে গানবাংলায়। জন্মশতবর্ষ উপলক্ষে বছরজুড়েই বঙ্গবন্ধু ও সংশ্লিষ্ট দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]