8100

03/13/2025 স্কটল্যান্ডে গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

স্কটল্যান্ডে গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০২১ ১৯:৩৭

২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা হিসেবে কয়লা বিদ্যুৎ প্রকল্প ইতিহাসের সমাপ্তি টানল স্কটল্যান্ড। লংগনেট পাওয়ার স্টেশনের ৬০০ ফুট লম্বা চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের সর্বশেষ কয়লা বিদ্যুৎ প্রকল্পটি ২০১৬ সালেই বন্ধ হয়ে যায়। ওই চিমনি স্কটল্যান্ডের সবচেয়ে বড় স্থায়ী কাঠামো ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই চিমনিকে স্থানীয়রা ল্যান্ডমার্ক হিসেবে মনে করতেন।

দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ৭০০ কেজি বিস্ফোরক চালু করেন। এর পর চিমনিটি গুঁড়িয়ে যায়।

এ ব্যাপারে নিকোলা স্টারজন জানান, ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য স্কটল্যান্ড কাজ করে যাচ্ছে সেটার প্রতীকী স্মারক হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্কটিশ পাওয়ারের মালিকানাধীন লংগনেট পাওয়ার স্টেশন শুধু স্কটল্যান্ডেই নয় সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প। ১৯৭০ সালে স্টকল্যান্ডের এক চতুর্থাংশ বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো হতো এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। প্রায় অর্ধশতক ধরে বিদ্যুৎ উৎপাদনের পর ২০১৬ সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]