8178

04/04/2025 উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহার

উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারী ২০২২ ০৬:১৬

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়ে বলেন, ‘তাকে (তৈমুর) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

গত সপ্তাহে তৈমুর আলম খন্দকারকে নারায়ণঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আরেকজনকে মনোনীত করে বিএনপি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]