8187

03/29/2024 বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা

ক্রীড়া ডেস্ক

৬ জানুয়ারী ২০২২ ০৪:৫২

গত বছরের জুনে শক্তিশালী ভারতকে হারিয়ে আইসিসির বিশ্বসেরা টেস্ট দলের খেতাব পায় নিউজিল্যান্ড। খেতাব প্রাপ্তির ছয় মাসের ব্যবধানেই ঘরের মাঠে টাইগারদের কাছে হারল কিউইরা। এবারের সফরে তারুণ্য নির্ভর দল নিয়েই নিউজিল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় সাকিব-তামিম-মুশফিক-মুমিনুলের বাংলাদেশ।

বিদেশের মাঠে এর আগেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডে পাওয়া এই জয় একটু আলাদা।

২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচ খেললেও কিউইদের মাঠে জয় দূরে থাক, ড্রও করতে পারেনি বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ৮ উইকেটের ঐতিহাসিক এই জয়ে বিশ্ব মিডিয়া টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]