8194

04/04/2025 পরীমণি মা হচ্ছেন

পরীমণি মা হচ্ছেন

ডেস্ক রিপোর্ট

১১ জানুয়ারী ২০২২ ০৪:১০

কোনো গল্প কিংবা সিনেমার দৃশ্যে নয়, বাস্তবেই মা হতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। সূত্র- ঢাকা পোস্ট।

পরীমণি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে।

পরীমণি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]