821

09/19/2024 মাশরাফিও করোনা আক্রান্ত

মাশরাফিও করোনা আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

২১ জুন ২০২০ ০০:২৪

বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির। এর আগে মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনা পজিটিভ হন।

মাশরাফির ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না। জ্বর না সারায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি। সেই পরীক্ষায় করোনা পজিটিভ আসে মাশরাফির। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চিকিৎসা হচ্ছে তাঁর।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন মাশরাফি। নিজে এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি।

নিজের খেলোয়াড়ি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ব্রেসলেটটিও নিলামে তুলেছিলেন। নিলাম থেকে প্রাপ্ত ৪২ লাখ টাকা গরিব ও দুস্থ মানুষদের সহায়তায় কাজে লাগানো হয়েছে।

একই সঙ্গে ডাক্তার এবং নার্সদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদানের ক্ষেত্রেও এগিয়ে এসেছেন তারকা এই ক্রিকেটার।

মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]