822

04/06/2025 নয় মাস পর দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর

নয় মাস পর দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক

২১ জুন ২০২০ ০০:৪৬

নয় মাস পর ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এ সঙ্গীতশিল্পী বর্তমানে রাজধানীর মিরপুরে নিজের বাসাতেই অবস্থান করছেন ।

কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন। তাই দেশে ফেরার খবরটি এতোদিন কাউকে জানাননি।

দেশে ফেরা প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও এখন খুব বেশি ভালো নয়। ডাক্তারের কড়া নির্দেশ, কোলাহলমুক্ত থাকতে হবে। সেই নির্দেশনা মেনেই চলছি। মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে ফেরা হয়নি।’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন এন্ড্র– কিশোর। চিকিৎসক জানিয়েছেন, কয়েক মাস পর পর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে।

প্রসঙ্গত, অসুস্থ অবস্থায় গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এ সঙ্গীতশিল্পী। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই নয় মাস কেটে গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com