8266

04/04/2025 সাতক্ষীরায় ফুটবল প্রশিক্ষণের আবাসিক ক্যাম্প উদ্বোধন

সাতক্ষীরায় ফুটবল প্রশিক্ষণের আবাসিক ক্যাম্প উদ্বোধন

সাতক্ষীরা থেকে

৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৬

সাতক্ষীরায় ৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষনের আবাসিক ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা স্টেডিয়ামের সভা কক্ষে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক। জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল প্রশিক্ষণ কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পী, আশশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স.ম সেলিম রেজা প্রমুখ।

ফুটবল প্রশিক্ষণ এর আবাসিক ক্যাম্পে উপজেলা থেকে বাঁছাইকৃত ২৪ জন উদীয়মান ফুটবল খেলোয়াড়কে নিয়ে ৫দিন ব্যাপী সাতক্ষীরা স্টেডিয়ামে এ ক্যাম্প পরিচালিত হবে।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]