8267

04/04/2025 যৌন নিপীড়নের প্রতিবাদে আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

যৌন নিপীড়নের প্রতিবাদে আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

লক্ষীপুর থেকে

৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫০

ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লক্ষীপুর রায়পুরের শিক্ষার্থী ও অভিবাবকরা। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি দুপুরে রায়পুর উপজেলা পরিষদ সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অবিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি পেশ করে প্রাতিবাদকারী শিক্ষার্থী ও অভিভাবক।

শিক্ষার্থী ও অভিবাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের হাতে অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। বর্তমানে ৯ম ও ১০ম শ্রেণির একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার সর্ট স্কীন সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। শিক্ষকের এমন অনৈতিক কাজের সুষ্ঠু বিচার এবং উপযুক্ত শাস্তি দাবী করেন তারা।

তবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুর হায়দার বাবুল ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, যৌন নিপিড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেওয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]