8349

03/15/2025 ৩ দশমিক ৭৫ পেয়েছেন দীঘি

৩ দশমিক ৭৫ পেয়েছেন দীঘি

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০২:০৮

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। প্রকাশিত ফলাফলে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করেছেন এই অভিনয় শিল্পী। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি।

রোববার দুপুরে দীঘি নিজেই এইচএসসি পাসের খবরটি নিশ্চিত করেন। বলেন, ‘আমি এ মাইনাস পেয়েছি, আমার প্রাপ্ত জিপিএ ৩.৭৫। এতেই আমি অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, তার মধ্যে করোনার প্রভাব। তারপরও যে ফল পেয়েছি তা আমার জন্য ভালোই বলতে হবে।’

দীঘি আরও জানান, এখন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা তার। সেই লক্ষ্যে বেশ কিছদিন ধরে কোচিং করছেন বলেও জানান তিনি।

দীঘির এইএসসির ফল এসএসসির চেয়ে কিছুটা ভালো হয়েছে। এসএসসিতে তিনি পেয়েছিলেন ৩.৬১ আর এইচএসসি পেলেন ৩.৭৫।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]