8384

03/14/2025 আরও ১ খেলোয়াড়কে হারালো ভারত

আরও ১ খেলোয়াড়কে হারালো ভারত

ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫১

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে একের পর এক দুঃসংবাদই পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের পর ভারতের তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে দুই দেশের কুড়ি ওভারের লড়াই। কিন্তু এক ম্যাচেও খেলতে পারবেন না স্পিনিং অলরাউন্ডার সুন্দর। গত শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন তিনি। সেই চোটেই শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজ খেলার আশা।

এখন সুন্দরের জায়গায় বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদবকে নেওয়া হয়েছে দলে। এর আগে রাহুল ও অক্ষরের বদলে ডাক পেয়েছিলেন রুতুরাজ গাইকদ ও দ্বীপক হুদা। এবার সুন্দরের চোটে কপাল খুললো কুলদ্বীপের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ভেংকটেশ আইয়ার, দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, ইয়ুজভেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হার্শাল প্যাটেল, রুতুরাজ গাইকদ ও দ্বীপক হুদা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]