8392

03/14/2025 গরু পাচার কাণ্ডে সিবিআইর মুখোমুখি দেব

গরু পাচার কাণ্ডে সিবিআইর মুখোমুখি দেব

বিনোদন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫০

গরু পাচার মামলায় সিবিআই কর্মকর্তাদের তলবে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন টালিউড অভিনেতা দেব।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিবিআইয়ের নোটিশে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে। সেই মোতাবেক বেলা পৌনে ১১টার দিকে নিজাম প্যালেসে হাজির হন তিনি।

গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্র জানিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, গরু পাচারের লভ্যাংশ টালিগঞ্জের সিনেমা জগতেও বিনিয়োগ করা হতো। সেই সূত্রেই অভিনেতা ও এমপি দেবকে জেরা করতে চায় সিবিআই।

ইতোমধ্যে গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই। যদিও অসুস্থতার কথা জানিয়ে তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আগামী ২৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। এ ছাড়া এনামুলকে জেরার সূত্রে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]