8396

03/14/2025 করোনার টিকা নেবেন না জোকোভিচ!

করোনার টিকা নেবেন না জোকোভিচ!

ক্রীড়া ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৬

করোনার টিকা নিয়ে নোভাক জোকোভিচের অবস্থানটা পরিষ্কার হলো আরও। টেনিসের বিগ থ্রি’র অন্যতম তারকা বলেছেন, তিনি আসলে টিকার বিরুদ্ধে নন। কিন্তু জোরপূর্বক টিকা নিতে রাজি নন। প্রয়োজন পড়লে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতেও রাজি আছেন তিনি!

অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের টিকা-কাণ্ডটি খুব আলোচিত একটি বিষয়। কিন্তু এতদিন চুপ করে র‌্যাঙ্কিংয়ের এই নম্বর ওয়ান। অবশেষে বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সব কিছু পরিষ্কার করেছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী। যেহেতু তিনি টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী নন। তাই তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল- এমন ক্ষেত্রে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হলে কী করবেন? জবাবে জোকোভিচ বলেছেন, ‘হ্যাঁ, বলতে পারেন এসব ক্ষেত্রে আমি মাশুল দিতে রাজি আছি।’ অর্থাৎ কড়াকড়ি থাকলে তিনি টিকা নেওয়ার চেয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোকেই প্রাধান্য দিবেন।

এই টিকা দেওয়া না থাকাতেই গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জোকোভিচ। তার ভিসা বাতিল করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। মন্ত্রীর দাবি ছিল জোকোভিচের কারণে দেশটিতে নাগরিক অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে সার্বিয়ান তারকা বিবিসিকে স্পষ্ট করে বলেছেন, তিনি কখনোই টিকার বিরুদ্ধে নন। ছোট বেলায় টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আরও বলেছেন, ‘আমি কখনো টিকার বিরুদ্ধে নই। কিন্তু শরীরে কোনও কিছু দেওয়ার ক্ষেত্রে সব সময় নিজের পছন্দকে প্রাধান্য দেওয়াকে সমর্থন করেছি।’

এক্ষেত্রে তার যুক্তি হলো, ‘কারণ সিদ্ধান্ত নিতে যে নীতিগুলি অনুসরণ করি, সে সেক্ষেত্রে ট্রফি বা যে কোনও কিছুর চেয়ে আমার শরীর বেশি গুরুত্বপূর্ণ। আসলে শরীর নিয়ে যতটুকু সম্ভব ছন্দে থাকার চেষ্টাই করছি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]