8410

03/20/2025 এগিয়ে আনা হলো বিপিএল ফাইনালের সময়

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনালের সময়

ক্রীড়া ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১৭

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরুর কথা ছিলো।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফাইনাল এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানায় বিসিবি।

প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লা-চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]